নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে নাটোরের বড়াইগ্রাম শিশু একাডেমীর উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বড়াইগ্রাম সরকারী অনার্স কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আমিনুল হক মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বড়াইগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বড়াল রক্ষা আন্দোলনের উপজেলা কমিটির সদস্য সচিব ডিএম আলম ও শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম লাড্ডু। দিনব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিকালে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
আরও দেখুন
নাটোরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান পরিচালিত
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,নাটোর শহরের ফুটপাত দখল মুক্ত করার অভিযান পরিচালনা করা হয়েছে। আজ ৮ই জানুয়ারি …