শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম পৌর বিএনপির কমিটি গঠন

বড়াইগ্রাম পৌর বিএনপির কমিটি গঠন


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
সাবেক মেয়র ইসাহাক আলীকে সভাপতি ও আব্দুল মজিদকে সাধারণ সম্পাদক করে বড়াইগ্রাম পৌর বিএনপির ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম ও সদস্য সচিব রহিম নেওয়াজ নবগঠিত এ কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি বেলাল হোসেন, যুগ্ম সম্পাদক সাবেক কাউন্সিলর মোবারক হোসেন টিপু এবং সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার ও মোস্তায়েদুল হক বুলু। নবগঠিত কমিটির সদস্যদের আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা বিএনপির নেতাদের কাছে জমা দিতে বলা হয়েছে। এর আগে গত ২৪ জুলাই বড়াইগ্রাম পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক গত ৪ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে মারা যাওয়ায় তার পরিবর্তে যুগ্ম আহ্বায়ক এ কমিটিতে স্বাক্ষর করেন।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …