সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠণ

বড়াইগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠণ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
সাবেক পৌর প্রশাসক এ্যাডভোকেট শরিফুল হক মুক্তাকে আহ্বায়ক ও সাবেক মেয়র ইসাহাক আলীকে সদস্য সচিব করে বড়াইগ্রাম পৌর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব রহিম নেওয়াজের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটিতে বেলাল হোসেন, আব্দুল মজিদ ও ঈমান আলীকে যুগ্ন আহ্বায়ক করা হয়েছে। এছাড়া সাবেক অধ্যক্ষ আফসার আলী, আব্দুল জলিল খান, আবু বকর সিদ্দিক প্রধান, আফতাব উদ্দিন, আবুল কালাম, ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জব্বার, আবু জাফর ও জয়নাল আবেদীন চান্দু, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোবারক হোসেন টিপু, আব্দুস সাত্তার খান, আছের উদ্দিন সরকার ও আনোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন কালাচাঁন, ফারুক হোসেন, রবিউল করিম আদল ও মোস্তাফিজুর রহমান বকুলসহ মোট ৪৬ জনকে কমিটির সদস্য করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠণের নির্দেশ দেয়া হয়েছে।

আরও দেখুন

বিদ্যালয়ের মাছ মারার ঘটনাকে অস্বীকার করে ছাত্রদলের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে পারকোল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের পুকুরে মাছ মারার অভিযোগে ছাত্র দলের নেতা …