নিজস্ব প্রতিবেদক , বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আব্দুর রাজ্জাক সরকার সভাপতি ও অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চু সাধারণ সম্পাদক হিসাবে পুনঃনির্বাচিত হয়েছেন।
বড়াইগ্রাম পৌর চত্ত¡রে জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. একেএম শাহজাহান কবীর, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, যুগ্ন সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, জেলা আওয়ামীলীগের শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক এ্যাড. আরিফউদ্দিন সরকার, ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, মমিন আলী, আব্দুস সালাম খান ও আনিসুর রহমান, জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সোবহান হারেজ, বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা মান্নান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার বক্তব্য রাখেন। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ১৫ দিনের মধ্যে ৬৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠণের দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকদের নামও ঘোষণা করা হয়।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …