নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
লাইসেন্স পরিদর্শক মোস্তাফিজুর রহমান বকুলকে সভাপতি ও কার্যসহকারী আশরাফুল ইসলাম বাবলুকে সাধারণ সম্পাদক করে নাটোরের বড়াইগ্রাম পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের তিন বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠণ করা হয়েছে।
রোববার পৌর মিলনায়তনে সদস্যদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে ১২ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠণ করা হয়। এ সময় মেয়র মাজেদুল বারী নয়ন, সচিব জালাল উদ্দিন ও সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম ও সাংবাদিক মতিউর রহমান সুমন উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন-যুগ্ম সাধারণ সম্পাদক- আবু জাফর, (সহকারী কর আদায়কারী), কোষাধ্যক্ষ-কামরুল ইসলাম (রোড রোলার ড্রাইভার), প্রচার সম্পাদক-মোস্তাক আহমেদ (কর নির্ধারক), সাংগঠনিক সম্পাদক-ইমরুল হাসান (উচ্চমান সহকারী), মহিলা বিষয়ক সম্পাদক-মোছাঃ হুসনেয়ারা খাতুন, (টিকাদানকারী)।
এছাড়া কার্যকরী সদস্য-হান্নান সরকার (বিদ্যুৎ মিস্ত্রী), মিন্টুর রহমান (ষ্টোর কিপার) ও রনি আহমেদ (আদায়কারী-বাজার ও লাইসেন্স শাখা)।
আরও দেখুন
লালপুরে গোঁসাই আশ্রমে কমিটি
গঠন নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে শ্রী শ্রী ফকির চাঁদবৈষ্ণব গোঁসাই আশ্রমে আলোচনা সভা ও আহŸায়ক …