সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে নয়নের ব্যাপক গণসংযোগ

বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে নয়নের ব্যাপক গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে বুধবার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাজেদুল বারী নয়ন ব্যাপক গণসংযোগ করেছেন। বিকালে তিনি পৌরসদর লক্ষীকোল বাজারসহ পাশের ৭ নং ওয়ার্ড এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করেন।

এ সময় তার সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রধান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার, যুবলীগ নেতা সাইদুল ইসলাম ও পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান তুহিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন। পরে মেয়র প্রার্থী মাজেদুল বারী নয়ন গোয়ালিফা এলাকায় উঠান বৈঠকে অংশ নেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …