সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম পৌরসভা নির্বাচন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর পক্ষে ছাত্রলীগের ব্যাপক গণসংযোগ

বড়াইগ্রাম পৌরসভা নির্বাচন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর পক্ষে ছাত্রলীগের ব্যাপক গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তরুণ জননেতা মাজেদুল বারী নয়নের পক্ষে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম ব্যাপক গণসংযোগ করেছেন। সোমবার দিনব্যাপী তিনি মাজেদুল বারী নয়নকে সঙ্গে নিয়ে পৌরসভার লক্ষীকোল, রাজ্জাক মোড়, থানার মোড় ও মৌখাড়া এলাকায় গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি এসব এলাকার ভোটারদের সাথে দেখা করে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।

এ সময় তার সঙ্গে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাবুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক মানিক রায়হান, পৌর ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান তুহিন, বড়াইগ্রাম অনার্স কলেজ সভাপতি শিপন আহম্মেদ, সাধারণ সম্পাদক নিলয় সরকার নাসিমসহ উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নসহ সকল ইউনিটের সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।

পরে তিনি থানার মোড়ে মাজেদুল বারী নয়নের দলীয় অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সমাবেশে ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে মাজেদুল বারী নয়নের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার নির্দেশ দেন

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …