শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম পৌরসভা ও পৌর আ’লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

বড়াইগ্রাম পৌরসভা ও পৌর আ’লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম পৌর পরিষদ ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করা হয়েছে। বুধবার বিকালে পৌর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিনের সঞ্চালনায় সভায় পৌর আওয়ামী লীগের সম্পাদক অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুল বারেক, প্যানেল মেয়র ফজলুল হক ফজের, ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, আতোয়ার রহমান ও আব্দুস সামাদ সরকার, উপজেলা শ্রমিকলীগের সম্পাদক আব্দুল জলিল প্রধান, শ্রমিক নেতা রবিউল করিম, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম বাবর, জেলা ছাত্রলীগের উপ-অর্থ বিষয়ক সম্পাদক কাওসার আহমেদ অপু, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান তুহিন ও নিলয় সরকার নাসিম বক্তব্য রাখেন।

এর আগে মেয়র মাজেদুল বারী নয়নের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …