রবিবার , এপ্রিল ১৩ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম পৌরসভায় প্রায় চার কি.মি. ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

বড়াইগ্রাম পৌরসভায় প্রায় চার কি.মি. ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় প্রায় চার কিলোমিটার দীর্ঘ আরসিসি ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ মিউনিসিপ্যাল ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন প্রকল্পের আওতায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর ১১ কোটি ৬৫ লক্ষ ২৮ হাজার ৫২০ টাকা ব্যয়ে বাস্তবায়ন করছে।

রোববার বিকেলে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসেবে প্রকল্পের নামফলক উন্মোচন করেন। পৌর চত্বরে মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নাটোরের নির্বাহী প্রকৌশলী আলমগীর মিয়া, সহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়া, বড়াইগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, সম্পাদক অধ্যক্ষ মাহবুব-উল-হক বাচ্চু, জেলা পরিষদ সদস্য মৌটুসী আক্তার মুক্তা ও পৌর সচিব জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নাটোরে মাদ্রাসা থেকে শিক্ষার্থী মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে মাদ্রাসার একটি কক্ষ থেকে মক্তব বিভাগের শিক্ষার্থী সিয়াম হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *