শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রাম পৌরসভায় জাতীয় শোক দিবস পালন

বড়াইগ্রাম পৌরসভায় জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম পৌর পরিষদ, পৌর আওয়ামী লীগ, সাব-রেজিষ্ট্রি অফিস ও উপজেলা প্রেসক্লাব, বড়াইগ্রাম সরকারী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পৃথক র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার পৌরসভা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিনের সঞ্চালনায় পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চু, সাবেক জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুল বারেক বক্তব্য রাখেন। এর আগে তারা পৌর চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া সাব-রেজিষ্ট্রার কানিজ ফাতেমার নেতৃত্বে বড়াইগ্রাম সাব-রেজিষ্ট্রি অফিসের উদ্যোগে পৃথক পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অপরদিকে, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পৃথক ভাবে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

আরও দেখুন

বড়াইগ্রামে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ একরামুল আলমের মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম ,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নাটোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বড়াইগ্রাম উপজেলা বিএনপি’র …