নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় ২০২১-২০২২ অর্থ বছরে নতুন কোন কর আরোপ ছাড়াই ২৫ কোটি ৮৫ লাখ ৫০ হাজার ৬৭৮ টাকার উদ্বৃত্ত বাজেট পেশ করা হয়েছে। মঙ্গলবার পৌর সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র মাজেদুল বারী নয়ন এ বাজেট পেশ করেন।
বাজেটে ২৫ কোটি ৭৫ লাখ ৯৩ হাজার ২৭৬ টাকা ব্যয় এবং ৯ লাখ ৫৭ হাজার ৪০২ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে।
অনুষ্ঠানে সচিব জালাল উদ্দিনের সঞ্চালনায় প্যানেল মেয়র ফজলুল হক ফজের, ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, আতোয়ার হোসেন লিটন, ওয়াজেদ আলী, আব্দুস সামাদ ও জাহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম, হিসাবরক্ষক ফিরোজুল ইসলাম ও উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক বক্তব্য রাখেন।
আরও দেখুন
লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …