সোমবার , অক্টোবর ৭ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / বড়াইগ্রাম পৌরসভার উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ

বড়াইগ্রাম পৌরসভার উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম পৌরসভার উদ্যোগে করোনা মোকাবেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে মাস্ক ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে নবনির্বাচিত মেয়র জেলা আওয়ামী লীগের সদস্য মাজেদুল বারী নয়ন লোকজনের মাঝে এগুলো বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে কাউন্সিলর রফিকুল ইসলাম, আজিজ জোয়াদ্দার, দিল মোহাম্মদ, আব্দুস সামাদ, জাহিদুল ইসলাম, ওয়াজেদ আলী প্রধানসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় পৌর মেয়র মাজেদুল বারী নয়ন বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাসহ মশক নিধনে পৌরবাসীকেও এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় মেয়র নয়ন বলেন, সরকার করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিনামূল্যে ভ্যাকসিন প্রদানসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। আমরাও তারই অংশ হিসাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মাঝে মাস্ক বিতরণ করছি। এটি একটি বৈশিক সমস্যা, তাই সচেতনতার সঙ্গে সামাজিক দুরত্ব বজায় রেখে সবাইকে করোনার প্রাদুর্ভার মোকাবেলা করতে হবে।

আরও দেখুন

হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে:দুলু

 নিজস্ব প্রতিবেদক: হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। হিন্দু সম্প্রদায়ের সকলে এই দেশের নাগরিক। …