নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রাম থানা মোড় বণিক সমিতির দোলোয়ার খান সভাপতি , শরিফুল ইসলাম শরিফ সাধারণ সম্পাদক ও রেজাউল করিমকে কোষাধ্যক্ষ করে কমিটি গঠণ করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯ ঘটিকায় থানা মোড় দোকান মালিকগণ এই কর্মসূচির আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌখাড়া বণীক সমিতির সভপতি ও জেলা আওয়ামীলীগ সদস্য মাজেদুল বারী নয়ন। আগামী ১ বছর এই কমিটি দ্বায়ীত্ব পালন করবে।
থানা মোড়ে চত্তরে দোকান মালিক নজরুল ইসলামের সভাপতিত্বে এবং প্রভাষক আলমগীর কবিরের আহবানে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল বারী রফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল বারেক, উপজেলা শ্রমিকলীগের সম্পাদক আব্দুল জলিল প্রধান, আওয়ামীলীগ নেতা রবিউল করিম প্রমূখ।
