মঙ্গলবার , জানুয়ারি ৭ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম থানার নবাগত ওসির সাথে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বড়াইগ্রাম থানার নবাগত ওসির সাথে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিকের সাথে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় বড়াইগ্রাম থানায় সৌজন্য সাক্ষাৎকালে পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম, উপ-পরিদর্শক শামসুল ইসলাম ও সত্যব্রত সরকার, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আব্দুল বারেক, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক (দৈনিক যুগান্তর ও ডেইলি অবজারভার), সাধারণ সম্পাদক আব্দুল মান্নান (দৈনিক ইত্তেফাক ), যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী গাজী (দৈনিক মানবকন্ঠ), দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল মন্ডল (দৈনিক ঢাকা টাইমস), প্রকাশনা সম্পাদক মন্তাজুর রহমান রানা (দৈনিক নয়াদিগন্ত), সাংস্কৃতিক সম্পাদক বোরহান উদ্দিন বুলবুল (দৈনিক আমার সংবাদ), ক্রীড়া সম্পাদক সোহেল রানা (দৈনিক উত্তরবঙ্গ বার্তা) এবং ওয়াকিল হোসাইন (চলমান বার্তা) উপস্থিত ছিলেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি আবু সিদ্দিক বলেন, পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।

আরও দেখুন

দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোট দেওয়ার সুয়োগ করে দিন- দুলু

নিজস্ব প্রতিবেদক,……………… বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, …