নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রাম কৃষি জমিতে পুকুর খননের অভিযোগে জরিমানা

বড়াইগ্রাম কৃষি জমিতে পুকুর খননের অভিযোগে জরিমানা


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ

নাটোরের বড়াইগ্রামের কুরশাইট গ্রামে হাইকোর্টের আদেশ অমান্য করে পুকুর খননের অপরাধে জালাল উদ্দিন নামে এক ব্যাক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬ টায় উপজেলা নির্বাহী আফিসার আনোয়ার পারভেজ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এ জরিমানা করেন। জালাল উদ্দিন কুরশাইট গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তৌহিদুল ইসলাম বলেন, স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে আইন অমান্য করে কৃষি জমিতে পুকুর খননের অপরাধে জালাল উদ্দিনকে আটক করা হয়। পরে ইউএনও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে আর্থিক জরিমানা করেন। একই সঙ্গে পুকুর খনন করবে না মর্মে লিখিত মুচলেকা দেয়ায় তাকে ছেড়ে দেয়া হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে খরিপ-২ মৌসুমে বিনামূল্যে বীজ ও সার পেলো ১৬৮০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক

নিজস্ব প্রতিবেদক:নন্দীগ্রাম (বগুড়া) ২০২৩-২০২৪ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আমন ধানের বীজ …