শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির বার্ষিক সভা ও চেক বিতরণ

বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির বার্ষিক সভা ও চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির দিনব্যাপী বার্ষিক সভা ও অবসরপ্রাপ্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আহম্মেদপুর উচ্চ বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত সভায় সমিতির সভাপতি প্রধান শিক্ষক ওয়াসেক আলী সোনারের সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।

সমিতির আয়-ব্যয়ের হিসাব প্রদান করেন কোষাধ্যক্ষ আকবর আলী। সভায় সহকারী শিক্ষক শরীফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সাবেক প্রধান শিক্ষক সুধাংশু কুমার, সমিতির সাংগঠণিক সম্পাদক রেজাউল করিম ভূট্টু, প্রধান শিক্ষক শামসুর রহমান শাহীন, রেজাউল করিম ও খাদেমুল ইসলাম, সদ্য বিদায়ী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ও সহকারী প্রধান শিক্ষক মি. বেনেডিক্ট গমেজ বক্তব্য রাখেন।

সভার দ্বিতীয়ার্ধে সমিতির নেতৃবৃন্দ ২০২০ সালে অবসরপ্রাপ্ত ১৬ জন শিক্ষক-কর্মচারীর মাঝে সমিতির তহবিল থেকে মোট তিন লাখ ৩৯ হাজার ১৫০ টাকার চেক হস্তান্তর করেন।

আরও দেখুন

নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করা হয়েছে। এখন হেমন্তকাল। মাঠ …