বুধবার , নভেম্বর ৬ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / বড়াইগ্রাম উপজেলা ভূমি অফিসের কার্যক্রম বন্ধ ঘোষণা

বড়াইগ্রাম উপজেলা ভূমি অফিসের কার্যক্রম বন্ধ ঘোষণা


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:


নাটোরের বড়াইগ্রাম ও লালপুরে আরও ২ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৮ জন। বড়াইগ্রামের আক্রান্ত ব্যক্তি হলেন বনপাড়াস্থ উপজেলা ভূমি অফিসের এমএলএসএস।

তার বাড়ি নগর ইউনিয়নের ধানাইদহ পাঁচবাড়িয়া গ্রামে। ভূমি অফিসের এমএলএসএস করোনায় আক্রান্ত হওয়ার রেজাল্ট পাওয়ার পর উপজেলা প্রশাসন ভূমি অফিস অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছেন। সহকারী কমিশনার (ভূমি) মোহাইমেনা শারমিন মঙ্গলবার সকালে এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার থেকে অন্তত: ১৪ দিন ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীকে হোম আইসোলেয়েশনে থাকতে হবে। তাই কার্যত এই অফিস লকডাউন। এই সময় অফিসের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পরিতোষ কুমার জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পাঠানোর পর বড়াইগ্রাম ও লালপুরের দুই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে বলে জেলা সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে। করোনায় আক্রান্ত ওই দুই ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে।

আরও দেখুন

সিংড়ায় যৌথবাহিনীর ব্যাপক তল্লাশি

নিজস্ব প্রতিবেদক,,,,,,, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ড …