রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আটক

বড়াইগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আটক

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সাবেক পিপি এ্যাডভোকেট আব্দুল কাদের মিয়াকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকাল চারটার দিকে উপজেলার বনপাড়া পৌরসভার মিশন গেট এলাকার নিজ বাসা থেকে পুলিশের একটি টিম তাকে আটক করে। পরে তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। আটক আব্দুল কাদের মিয়া একাধিক বার নাটোর জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুল কাদের মিয়া তার বাড়িতে সরকার বিরোধী মিটিং করার প্রস্তুতি নিচ্ছেন এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তার প্রয়োজনীয় পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …