রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / গণমাধ্যম / বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবে জেলা পরিষদ সদস্যের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবে জেলা পরিষদ সদস্যের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন জেলা পরিষদ সদস্য মৌটুসী আক্তার মুক্তা। বৃহস্পতিবার সকালে তিনি প্রেসক্লাব সভাপতি যুগান্তর প্রতিনিধি অহিদুল হক ও সাধারণ সম্পাদক ইত্তেফাক প্রতিনিধি আব্দুল মান্নানের হাতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রে, হ্যান্ডওয়াশ ও সাবানের প্যাকেট তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের কোষাধ্যক্ষ প্রতিনিধি আসাদুল ইসলাম আসমত এবং সাংবাদিক সোহেল সরকার ও ওয়াকিল আহমেদ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা পরিষদ সদস্য মৌটুসী আক্তার মুক্তা বলেন, করোনা মহামারীর শুরু থেকেই ফ্রন্ট লাইন ফাইটার হিসাবে সংবাদকর্মীরা মাঠে রয়েছেন। এ বৈশ্বিক মহামারীতে অন্যদের পাশাপাশি নিজেদেরও সুরক্ষিত রাখতে হবে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সচেতনতায় আমরা করোনা মহামারী প্রতিরোধ করতে পারবো ইনশাল্লাহ।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …