নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে ২০২১-২০২২ মেয়াদে মোহাম্মদ অহিদুল হক (যুগান্তর/অবজারভার) সভাপতি ও মোহাম্মদ আব্দুল মান্নান (ইত্তেফাক) সাধারণ সম্পাদক পদে পূনঃনির্বাচিত হয়েছেন। শুক্রবার বড়াইগ্রাম পৌরসভা মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ন সম্পাদক মোহাম্মদ আলী গাজী (আলোকিত বাংলাদেশ), কোষাধ্যক্ষ আসাদুল ইসলাম আসমত (ভোরের ডাক) প্রচার সম্পাদক মতিউর রহমান সুমন (বাংলাদেশের খবর), দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল মন্ডল (ঢাকা টাইমস), সাহিত্য সম্পাদক সাঈদ সিদ্দিকী (ভোরের কাগজ), প্রকাশনা সম্পাদক মন্তাজুর রহমান রানা (নয়া দিগন্ত), শিক্ষা সম্পাদক আজহার হোসেন (জনদেশ), তথ্য প্রযুক্তি সম্পাদক ফারুক হোসেন আপন (ডেল্টা টাইমস), সহ-তথ্য প্রযুক্তি সম্পাদক রাশেদুল ইসলাম রুবেল (খবর বাংলা), স্বাস্থ্য সম্পাদক আব্দুল আউয়াল কবিরাজ (খবর পত্র), সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম (বিশ্ব মানচিত্র), আইন বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম (উত্তর কন্ঠ), পরিবেশ সম্পাদক একাব্বর আলী (সময় অসময়), সমাজসেবা সম্পাদক আব্দুল মজিদ কাজী (নাটোর কন্ঠ), সাংস্কৃতিক সম্পাদক বোরহান উদ্দিন বুলবুল (আমার সংবাদ), সহ-সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম (আলোকিত সকাল), ধর্ম সম্পাদক নিজাম উদ্দিন (সংগ্রাম) ক্রীড়া সম্পাদক সোহেল সরকার (উত্তরবঙ্গ বার্তা) এবং কার্য্য নির্বাহী সদস্য মোহাম্মদ নুর আলম (লাল গোলাপ) ও শাওন ভূঁইয়া (গণতদন্ত)।
নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) নাটোর জেলা প্রতিনিধি ফারাজী আহম্মদ রফিক বাবন ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার দৈনিক দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি আব্দুল হাকিম ও উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শহীদুল হক সরকার উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত পরিষদের পরিচিতি সভায় প্রেসক্লাব সভাপতি অহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল হক, সুশাসনের জন্য নাগরিক (সুজন) উপজেলা শাখা সভাপতি খাদেমুল ইসলাম, চলনবিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আক্কাছ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাবুল ইসলাম সরদার, সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপক (অব:) প্রকৌশলী আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক তোজাম্মেল হক হীরা, সহকারী অধ্যাপক শফীউল হাসান তীতু, জেলা ছাত্রলীগের উপ-অর্থ বিষয়ক সম্পাদক কাওসার আহম্মেদ অপু, ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সামাদ প্রমূখ।
সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজসেবক, রাজনীতিবিদ ও নারীনেত্রীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …