সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ধর্ষণের প্রতিবাদে আলোক প্রজ্জ্বলন

বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ধর্ষণের প্রতিবাদে আলোক প্রজ্জ্বলন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ ও এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবীতে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার রাতে বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদ চত্তরে উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাবুল ইসলাম সরদারের নেতৃত্বে এ কর্মসূচী পালিত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে বড়াইগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাভেদ মাসুদ সরকার সোহাগ, সাধারণ সম্পাদক জুয়েল রানা, বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিলয় সরকার নাসিম বক্তব্য রাখেন।

এ সময় ছাত্রলীগ সভাপতি সাহাবুল ইসলাম সরদার ধর্ষণ নিপীড়ন বন্ধে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করে আগামী দিনে এ সকল কর্মকান্ড প্রতিহত করতে ছাত্রলীগ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

আরও দেখুন

সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …