বুধবার , জানুয়ারি ৮ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রাম উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

বড়াইগ্রাম উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
বড়াইগ্রাম উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে রজিবুল ইসলাম (ছাতা) ও সাধারণ সম্পাদক পদে জামাল উদ্দিন (গরুর গাড়ি) বিজয়ী হয়েছেন। শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ১৩৬ জন ভোটারের মধ্যে ১৩৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সহ-সভাপতি পদে মোঃ একরামুল হক, সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল খালেক ও দপ্তর সম্পাদক পদে সাজেদুল ইসলাম বিজয়ী হয়েছেন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠণিক সম্পাদক পদে মবিদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে জহুরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে রবিউল ইসলাম, প্রচার সম্পাদক পদে সানোয়ার হোসেন ও কার্য্যনির্বাহী সদস্য পদে মুক্তার হোসেন বিজয়ী হন। শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম প্রধান নির্বাচন কমিশনার এবং আব্দুল জলিল প্রধান ও মিন্টু মীর নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন।

বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, জাতীয় নির্মাণ শ্রমিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পারুল মজুমদার, রাজশাহী ট্রেড ইউনিয়নের স্টেনো আবু হানিফ ও উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোলায়মান আলী নির্বাচন পর্যবেক্ষণ করেন।

আরও দেখুন

সিংড়ায় সাবেক মেয়রের শামীম আল রাজি’র মৃত্যুবার্ষিকী পালিত 

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যাপক শামীম …