শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষ্যে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বনপাড়া ডিগ্রী কলেজ চত্ত্বরে আয়োজিত সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন।

উপজেলা আ’লীগের সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় জেলা আ’লীগের শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, নৌকা প্রতীকে মনোনয়নপ্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী মমিন আলী, তোজাম্মেল হক, শাহনাজ পারভীন, মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও নীলুফার ইয়াসমিন ডালু, মনোনয়ন বঞ্চিত চান্দাই ও গোপালপুর ইউপি চেয়ারম্যান যথাক্রমে আনিসুর রহমান ও আব্দুস সালাম খান, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ওয়াজেদ আলী সোনার, উপজেলা যুবলীগের আহ্বায়ক জুলফিকার মতিন, উপজেলা শ্রমিক লীগের সম্পাদক আব্দুল জলিল প্রধান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার, বনপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব সোনার ও সম্পাদক আতিকুর রহমান পিয়াস বক্তব্য রাখেন।

সভায় আগামী ১১ নভেম্বরের ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার পাশাপাশি স্ব স্ব ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে তাদের প্রার্থীতা প্রত্যাহারের চেষ্টা করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে গত ৩০ তারিখে একটি সভায় উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী স্থানীয় এমপি আব্দুল কুদ্দুসের গাড়ি পুড়িয়ে দেয়ার হুমকির ঘটনায় দ্বিতীয় বারের মত কারণ দর্শানোর নোটিশ প্রদান এবং আগামী ২৭ অক্টোবর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম আব্দুল জলিলের স্মরণসভা করার সিদ্ধান্ত গৃহিত হয়।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …