শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল স্মরণে শোকসভা

বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল স্মরণে শোকসভা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল জলিল প্রামাণিকের শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বড়াইগ্রাম পৌরসভার মৌখাড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি, জেলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এ্যাডভোকেট আরিফ উদ্দিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ন সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, সাংগঠণিক সম্পাদক রফিকুল বারী রফিক, জেলা আওয়ামীলীগের সদস্য মাজেদুল বারী নয়ন ও মরহুমের ছেলে নাজমুল ইসলাম মিন্টু বক্তব্য রাখেন।

সভায় অন্যান্যের মধ্যে নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাটোর জজকোর্টের পিপি এ্যাডভোকেট শাহজাহান কবীর, যুগ্ম সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, বড়াইগ্রাম পৌর মেয়র আব্দুল বারেক সরদার, বড়াইগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, সম্পাদক অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চু, ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদ, আনিসুর রহমান, মমিন আলী, তোজাম্মেল হক, নীলুফার ইয়াসমিন ডালু, জেলা পরিষদ সদস্য মৌটুসী আক্তার মুক্তা, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল বারেক, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রধান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার, পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান তুহিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল কুদ্দুস এমপি উপজেলার একটি রাস্তা ও মৌখাড়া উচ্চ বিদ্যালয়ে বরাদ্দকৃত চারতলা ভবনটি মরহুম আব্দুল জলিল প্রামাণিকের নামে নামকরণের ঘোষণা দেন। অনুষ্ঠানের শুরুতে মরহুম আব্দুল জলিল প্রামাণিকের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক গত ২৭ অক্টোবর অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেন।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …