নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার রামাগাড়ি গ্রামের বাসিন্দা সমাজসেবক আফসার আলী মন্ডল (৯০) মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। তিনি বনপাড়া কৃষি ও কারিগরী কলেজের প্রভাষক হাবিবুর রহমানের পিতা এবং বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের তথ্য প্রযুক্তি সম্পাদক ফারুক হোসেনের নানা ও আইন বিষয়ক সম্পাদক সম্পাদক জাহিদুল ইসলামের দাদা শশুর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। বুধবার সকালে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তাঁর জানাজার নামাজে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, জোয়াড়ী ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদ ও মাঝগাঁও ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল আলীম, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, ভারপ্রাপ্ত সদস্য সচিব আলী আকবর, যুগ্ন আহ্বায়ক অধ্যাপক সাজদার রহমান, জোয়াড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু উপস্থিত ছিলেন। তাঁর মৃত্যুতে বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …