নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে বিআরডিবির আওতাধীন উপজেলা বিত্তহীন কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউবিসিসিএ) তিন বছর মেয়াদী ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে চেয়ারম্যান পদে আহমেদপুর পূর্বপাড়া বিত্তহীন সমবায় সমিতির মো: হুমায়ূন কবির ও ভাইস চেয়ারম্যান পদে গুনাইহাটি পশ্চিমপাড়া বিত্তহীন সমবায় সমিতির আক্কাস সরদার বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছেন।
বুধবার বিকালে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবু হানিফ মিয়া কমিটির নব নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন। এ সময় ইউবিসিসিএ লিমিটেডের প্রকল্প কর্মকর্তা অন্তরা ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আট সদস্যবিশিষ্ট নবগঠিত ব্যবস্থাপনা কমিটির অপর সদস্যরা হলেন- পূর্ণ কলস বিত্তহীন সমবায় সমিতির আবু তাহের মন্ডল, মাধাইমুড়ি মহিলা বিত্তহীন সমবায় সমিতির শাহানাজ পারভীন, বনপাড়া পূর্ব সরদারপাড়া মহিলা বিত্তহীন সমবায় সমিতির চায়না বেগম, বাহিমালি বাজারপাড়া বিত্তহীন সমবায় সমিতির আবু মোতালেব হোসেন, খোদ্দনন্দ কাছুটিয়া মহিলা বিত্তহীন সমবায় সমিতির জহুরা বেগম ও নওপাড়া মহিলা বিত্তহীন সমবায় সমিতির আয়শা বেগম।
আরও দেখুন
নন্দীগ্রামে সরিষা ফুলে মৌমাছির আনাগোনা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,,,,আবহাওয়া অনুকূলে থাকলে চলতি রবি মৌসুমে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরিষার ভালো ফলনের …