নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের ২ নং বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে মমিন আলীকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে নেতাকর্মীরা। মঙ্গলবার মনোনয়নপ্রাপ্ত মমিন আলীকে নব্য আওয়ামী লীগার দাবি করে তার মনোনয়ন বাতিলের দাবিতে বড়াইগ্রাম ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে একই দাবীতে সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম মাসুদ রানা মান্নান লিখিত বক্তব্য পাঠ করেন।
এ সময় তিনি বলেন, ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করে এসেছি। বারবার মামলা হামলার শিকার হয়েও আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে যাইনি। আসন্ন ইউপি নির্বাচনের মনোনয়নের বিষয়ে জননেত্রী শেখ হাসিনা ত্যাগীদের অগ্রাধিকারের কথা বললেও তারা বঞ্চিত হয়েছেন, তাই নব্য আওয়ামীলীগ মমিন আলীর দলীয় মনোনয়ন প্রত্যাহার করে প্রকৃত ত্যাগী নেতা হিসেবে তাকে মনোনয়ন দিতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মোহাম্মদ আলী ও আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির সাবেক সদস্য টি এম মাসুদ করিম বাকি, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাবান মাহমুদ, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম রঞ্জু, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস পারভেজ, বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুম পারভেজ রুবেল উপস্থিত ছিলেন।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …