বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম আওয়ামীলীগের সাবেক সভাপতির শাহাদৎবার্ষিকী পালিত

বড়াইগ্রাম আওয়ামীলীগের সাবেক সভাপতির শাহাদৎবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বনপাড়া পৌর মেয়রের পিতা ডা. আয়নুল হকের ১৮ তম শাহাদৎবার্ষিকী পালিত হয়েছে। রোববার জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি তাঁর ম্যূরাল ও কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মরহুমের জৈষ্ঠপুত্র পৌর মেয়র অধ্যাপক কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ন সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, বনপাড়া শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা ও বনপাড়া শহর ছাত্রলীগের সম্পাদক আতিকুর রহমান পিয়াস সামাজিক দুরত্ব বজায় রেখে পৃথক পৃথক পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া দিনটি উপলক্ষে দলীয় ও কালো পতাকা উত্তোলন, কবর ও ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ এবং তাঁর আতœার শান্তি কামনায় পৌর এলাকার সকল মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা ও তাবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০০২ সালের ২৯ মার্চ বিএনপি নেতাকর্মীদের হামলায় উপজেলা আওয়ামীলীগের তৎকালীন সভাপতি ডা. আয়নুল হক নিহত হন।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *