রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে ৭ জুয়াড়ি আটক

বড়াইগ্রামে ৭ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে জুয়ার আসর থেকে সাত জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা এলাকার শহীদ হালদারের পরিত্যাক্ত বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পৌরসভার দিয়াপাড়া এলাকার শহিদ হালদারের ছেলে মিন্টু হালদার (৩০), আনোয়ার হোসেনের ছেলে নজরুল ইসলাম (২৯), রবিউল ইসলামের ছেলে জুয়েল রানা (২২), মৃত সুলতান মুন্সির ছেলে ফারুক মুন্সি (২৯), মৃত ফয়েজ মুন্সির ছেলে কামাল মুন্সি (২৪), মৃত আব্দুস সামাদ প্রামাণিকের ছেলে হযরত আলী প্রামাণিক (৩৮) ও তারু প্রামাণিকের ছেলে রাসেল হোসেন (২০)।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে সাত জুয়াড়িকে আটক করা হয়। পরে তাদের নামে মামলা দিয়ে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *