নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের কালিকাপুর দক্ষিণপাড়া এলাকা থেকে র্যাব ৪শ গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত ওই ব্যক্তির নাম শাজাহান আলী প্রামাণিক (৪৫)। সে উপজেলার জোয়াড়ি আটঘড়িয়া গ্রামের মৃত আতর আলী প্রামাণিকের ছেলে। সোমবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি টীম তাকে গাঁজা সহ আটক করে।
সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫ এর সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, আটককৃত শাজাহান আলী একজন মাদক ব্যবসায়ী। তাকে আটকের পর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও দেখুন
বড়াইগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটিতে উপজেলা ছাত্রদলের …