নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে ৩ দিনব্যাপী কৃষি মেলা শেষ হয়েছে। সোমবার বিকেলে উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় শনিবার বিকেলে উপজেলা চত্বরে এই মেলা শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবলু মেলায় অংশগ্রহণকারী স্টল ও কৃষি উদ্যোক্তাদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মাহাদি হাসান, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …