নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার উপজেলার মৌখাড়া হাট থেকে এই কারেন্ট জাল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) মোহামেনা শারমিন উপস্থিত থেকে এই জাল জব্দ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর আলম জানান, নিয়মিত নিশিদ্ধ কারেন্ট জাল জব্দের অংশ হিসেবে শুক্রবার মৌখাড়া হাটে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা। পরে নির্বাহী হাকিম মোহামেনা শারমিন উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে দেওয়া হয়।
আরও দেখুন
হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।
নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …