নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত পাঁচ ও ১০ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৭ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের প্রায় সবাই মুলত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বলে জানা গেছে। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ৬১ জন এবং সাধারণ ওয়ার্ডে ২১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার মনোনয়ন জমাদানের শেষ দিনে বড়াইগ্রাম ও জোনাইল ইউনিয়নের প্রার্থীরা রিটার্নিং অফিসার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জল কুমার কুন্ডু এবং নগর, চান্দাই ও গোপালপুর ইউনিয়নের প্রার্থীরা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার হাসিব বিন শাহাবের কাছে নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।
আওয়ামীলীগ দলীয় বিদ্রোহী প্রার্থীদের মধ্যে চান্দাই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনিসুর রহমান খেচু ও ও গোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম খান মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া উপজেলার মধ্যে একমাত্র নগর ইউপি নির্বাচনে জাসদ মনোনীত প্রার্থী আবুল হাশেম ভান্ডারী এবং গোপালপুর ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী নাজমুল হক মনোনয়ন জমা দিয়েছেন। তবে এবারের নির্বাচনে বিএনপি-জামায়াতের কোন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন বা জমা দেননি বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন শাহাব।
প্রসঙ্গত, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে বড়াইগ্রাম উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …