রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে হেল্থ ক্যাম্পে স্বাস্থ্যসেবা পেলেন পাঁচশ’ মা ও শিশু

বড়াইগ্রামে হেল্থ ক্যাম্পে স্বাস্থ্যসেবা পেলেন পাঁচশ’ মা ও শিশু


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:

নাটোরের বড়াইগ্রামে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি’র আওতায় উপকারভোগী মা ও শিশুদের নিয়ে হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পরিষদ মিলনায়তনে ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, কৃষি অফিসার শারমিন পারভীন প্রমূখ বক্তব্য রাখেন। হেল্থ ক্যাম্পে স্বাস্থ্যসেবা দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইশরাত জাহান ইভা।

পরে প্রধান অতিথি হেল্থ ক্যাম্পে আসা পৌর এলাকার পাঁচশ’ মা ও শিশুর হাতে খাবার স্যালাইন, সাবান ও বিস্কুটসহ স্বাস্থ্য সামগ্রী তুলে দেন।

আরও দেখুন

লালপুরে  শিক্ষা বিষয়ক সেমিনার ও মত বিনিময় সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার  (৫ অক্টোবর ) নাটোরের লালপুর উপজেলার কলস নগর উচ্চ বিদ্যালয়ে  সকাল …