সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে হেরোইনসহ তিনজন আটক

বড়াইগ্রামে হেরোইনসহ তিনজন আটক



নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে পাঁচগ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার জোনাইল ইউনিয়নের কুশমাইল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলো জোনাইল ইউনিয়নের সরাবাড়িয়া গ্রামের মৃত রুক্কু মিয়ার ছেলে রাকিব হোসেন (২৫) ও মৃত আব্দুল কাদেরের ছেলে জালাল হোসেন (৩২) এবং সংগ্রামপুর গ্রামের ওসমান ফকিরের ছেলে রমজান আলী ফকির (৩৫)।

বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, আটকৃতরা বেশ কিছুদিন যাবৎ মাদক সেবন ও কেনাবেচা করে আসছিল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক শহীদুল্লাহ, রবিউল ইসলাম, আনোয়ার হোসেন এবং এএসআই এনামুল হকের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম কুশমাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে পাঁচ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার তাদেরকে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …