সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / বড়াইগ্রামে ৪৭০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বড়াইগ্রামে ৪৭০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সাইফুল ইসলাম, বড়াইগ্রাম:
মহামারী করোনাভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের ৪৭০ টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সরকারী সহযোগিতার অংশ হিসাবে রবিবার সকাল থেকে জোনাইল ইউনিয়নের সকল ওয়ার্ডের অসহায় ও দুস্থ পরিবারের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

খাদ্য সামগ্রী হিসেবে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাউল, ১ কেজি আলু দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পরিষদের সচিব সঞ্জয় চাকী ও স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে করোনাভাইরাসের প্রাদুভার্ব শুরু হবার পর থেকে এলাকার অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে কয়েক দফা চাল, ডাল, আলু, তেল, চিনি, ছোলা ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়েছে।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …