নীড় পাতা / উন্নয়ন বার্তা / বড়াইগ্রামে সড়ক সংস্কার কাজের উদ্বোধন

বড়াইগ্রামে সড়ক সংস্কার কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভায় দুটি সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন এর উদ্বোধন করেন।

গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় নাটোর-পাবনা মহাসড়কের হীরামন সিনেমা হল মোড় থেকে ঢাকা রোড ভায়া আহসানের মোড় পর্যন্ত সড়কটি ৫৩ লাখ ৯৪ হাজার ৪৮৫ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর শরিফুন্নেসা শিরিন, মোহিত কুমার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, কে এম জামিল হোসেন, পৌর প্রকৌশলী নজরুল ইসলাম, সার্ভেয়ার রিপন শীল, আকুল হোসেন প্রমুখ। কাজটি বাস্তবায়ন করবেন মেসার্স মৌসুমী ট্রেডার্স।

আরও দেখুন

নন্দীগ্রামে ঈদুল আযহা উপলক্ষ্যে হতদরিদ্র মানুষের মাঝে মাংস বিতরণ করলেন ইউএনও 

নিজস্ব প্রতিবেদক: নন্দীগ্রাম (বগুড়া) বগুড়ার নন্দীগ্রামে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে হতদরিদ্র মানুষের মাঝে মাংস বিতরণ …