শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আমিনুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে উপজেলার বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগের দিন মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বনপাড়া-ঢাকা মহাসড়কের উপজেলার আগ্রাণ এলাকা থেকে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তিনি শুধু নিজের নাম আমিনুল ইসলাম, পিতার নাম জনাব আলী ও বাড়ি কুষ্টিয়া জেলায় এইটুকু তথ্য বলতে পেরেছেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম খন্দকার জানান, তার মরদেহটির অনুসন্ধানে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার পর বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বনপাড়া কেন্দ্রীয় গোরস্থানে অজ্ঞাত লাশ হিসেবে দাফন করে পুলিশ প্রশাসন।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …