মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রলি চালক নিহত

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রলি চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ

নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে দাঁড়িয়ে থাকা বিকল ট্রলির সঙ্গে ট্রাকের ধাক্কায় ট্রলি চালক সেলিম হোসেন (৩৫) নিহত ও শরীফুল ইসলাম নামে এক ধান ব্যবসায়ী আহত হয়েছেন।

শনিবার রাত ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের লাথুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম হোসেন উপজেলার মাড়িয়া দ্বীপপাড়া এলাকার আব্দুর রহমান সবুজের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, শনিবার রাতে বনপাড়ায় ধান বিক্রি করে ট্রলিটি বড়াইগ্রামে ফিরে যাচ্ছিল। পথে লাথুরিয়া এলাকায় ট্রলিটি নষ্ট হলে মহাসড়কের পাশে দাঁড় করিয়ে তারা সেটি মেরামতের চেষ্টা করছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক ট্রলিকে ধাক্কা দিলে চালক সেলিম হোসেন নিহত ও ব্যবসায়ী শরীফুল ইসলাম গুরুতর আহত হন।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …