সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো এক স্কুল ছাত্রের

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো এক স্কুল ছাত্রের

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আমির হামজা নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত আমির হামজা উপজেলার গুনাইহাটি গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও মাঝগ্রাম কারিগরি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র। রবিবার বনপাড়া পৌর সভার মালিপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, আমির হামজা প্রতিদিনের মত আজ সকালেও প্রাইভেট পড়তে যায়। পড়া শেষে শিক্ষকের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় আমির হামজা। এসময় শিক্ষকের বাড়ীর অদুরে বনপাড়া পৌর সভার মালিপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে এবং রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আমির হামজা মারা যায়।

পরে স্থানীয়রা আমির হামজার মরদেহ উদ্ধার করে তার বাড়ীতে নিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …