সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধার মৃত্যু

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিদ্দিকুর রহমান (৬৪) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। নিহত সিদ্দিকুর রহমান বনপাড়া পৌরসভার গুনাইহাটি মহাল্লার মৃত নহির উদ্দীনের ছেলে। তিনি জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান জানান, মঙ্গলবার দুপুরে তিনি মোটরসাইকেলে চেপে ধানাইদহ যাচ্ছিলেন। পথে কদিমচিলান এলাকায় একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি ও মোটরসাইকেলের চালক গুরুতর আহত হন।

পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিদ্দিকুর রহমান মারা যান।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …