নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে স্বামী পরিত্যক্তা নারীর মরদেহ উদ্ধার

বড়াইগ্রামে স্বামী পরিত্যক্তা নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে শরিফা বেগম (৪২) নামে এক স্বামী পরিত্যক্তা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে শরীফার বাবার বাড়ী উপজেলার জোয়াড়ী ইউনিয়নের রামাগাড়ী গ্রামের খোরশেদ শাহ’র বাড়ীতে এ ঘটনা ঘটে।

জানা যায়, পারিবারিক ভাবে বিয়ের পর এক পুত্র সন্তানের মা হন শরিফা বেগম। অভাবের সংসারে কলহের মধ্যে তাকে তালাক দেয় স্বামী। তারপর দরিদ্র বাবার বাড়ী রামাগাড়ীতে চলে আসেন। এখান থেকে ঢাকা গার্মেন্টসে কাজ নেন। কিন্তু মহামারি করোনায় গত এক বছর যাবৎ বাবার বাড়ীতে কর্মহীন থাকায় বাবার সাথে সম্পর্কের অবনতি ঘটে। তার জের ধরেই গলায় শাড়ী পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করেন শরীফা বেগম।

বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা তা চিহ্নিত করতে পুলিশ প্রয়োজনীয় অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

আরও দেখুন

নন্দীগ্রামে ঈদুল আযহা উপলক্ষ্যে হতদরিদ্র মানুষের মাঝে মাংস বিতরণ করলেন ইউএনও 

নিজস্ব প্রতিবেদক: নন্দীগ্রাম (বগুড়া) বগুড়ার নন্দীগ্রামে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে হতদরিদ্র মানুষের মাঝে মাংস বিতরণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *