বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে স্ত্রীর প্রতি অভিমানে স্বামীর আত্মহত্যা

বড়াইগ্রামে স্ত্রীর প্রতি অভিমানে স্বামীর আত্মহত্যা


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম :
নাটোরের বড়াইগ্রামে অসুস্থ স্ত্রী প্রায় তিন মাস ধরে বাবার বাড়ি থেকে না আসায় অভিমানে শ্রী বিকাশ চন্দ্র দাস (২০) নামে এক যুবক অতিরিক্ত ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করেছে। সোমবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত বিকাশ উপজেলার গুনাইহাটি মহল্লার শ্রী বাচ্চু দাসের ছেলে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক জানান, বিকাশের স্ত্রী পূজা রাণী কিছুদিন যাবৎ অস্ত্রোপচারসহ শারীরিক অসুস্থতার কারণে নাটোরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। একাধিক বার বলার পরও পুরোপুরি সুস্থ না হওয়ায় বিকাশের শশুর পূজাকে স্বামীর বাড়িতে পাঠাননি। এতে অভিমানে বিকাশ সোমবার রাতে এক সঙ্গে বেশ কয়েকটি ঘুমের বড়ি সেবন করে। পরে স্বজনরা বুঝতে পেরে তাকে দ্রুত বনপাড়ায় একটি ক্লিনিকে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে সে মারা যায়।

এ ব্যাপারে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক রাশেদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …