রবিবার , এপ্রিল ২৭ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে স্ত্রীর প্রতি অভিমানে স্বামীর মৃত্যু

বড়াইগ্রামে স্ত্রীর প্রতি অভিমানে স্বামীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামে বিয়ের মাত্র ছয় মাসের মাথায় স্ত্রীর প্রতি অভিমান করে ইমরান হোসেন (২০) নামে এক যুবক ইঁদুর মারা বিষাক্ত ট্যাবলেট সেবনে মৃত্যুবরণ করেছে। বুধবার রাতে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ইমরান হোসেন উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মালিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ইমরান মাস ছয়েক আগে বিয়ে করেন। বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছিল না। সম্প্রতি তার স্ত্রী রাগারাগি করে বাবার বাড়ি চলে যায়। নানাভাবে চেষ্টা করার পরও সে স্বামীর বাড়িতে আসতে রাজি হয়নি। এতে ক্ষোভে অভিমানে বুধবার সন্ধ্যায় ইমরান বিষাক্ত ট্যাবলেট সেবন করে। এ সময় তার গোঙানীর শব্দে বুঝতে পেরে স্বজনরা তাকে প্রথমে স্থানীয় ক্লিনিকে এবং পরে রাতেই নাটোর সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ব্যাপারে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক জাহিদ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরও দেখুন

নাটোরে কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ডের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,“নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আমাদের করণীয়” শীর্ষক এক আলোচনা সভা ও ঈদ …