সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে স্ত্রীকে মারপিটে বাধা দেয়ায় ৩ জনকে কুপিয়ে জখম

বড়াইগ্রামে স্ত্রীকে মারপিটে বাধা দেয়ায় ৩ জনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ

নাটোরের বড়াইগ্রামে স্ত্রীকে মারপিটে বাধা দেয়ায় তিন মামা শ্বশুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এতে ক্ষুব্দ হয়ে গ্রামবাসী ঐ মহিলার স্বামী ও শ্বশুরকে গণপিটুনী দিয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার জালোড়া গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন জানান, সোমবার সন্ধ্যায় জালোড়া গ্রামের মজনু মিয়ার ছেলে সবুজ তার স্ত্রী কোহিনুর খাতুনকে মারধর করছিলো। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে তারা একই গ্রামের বাসিন্দা কোহিনুরের মামা মজনু (৪৫), হযরত (৩৫) ও শাহীন (৩২) কে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন সবুজ ও তার পিতাকে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হযরত (৪৫) আলীকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর চার জনকে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করে।


এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ডিউটি অফিসার এএসআই এনামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …