নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
প্রতিদিনের মতো কর্মস্থল নাটোরের বড়াইগ্রামের সাতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য স্বামীর সাথে মোটরসাইকেলে রওনা দেন শিক্ষিকা রওশন আরা বেগম (৪০)। কিন্ত পথে একটি বালুবাহি ট্রাক তাদের মোটরসাইকেল চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। আহত স্বামী ফিরোজ আহমেদ (৪৮) কে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার নগর ইউনিয়নের দোগাছি মন্ডল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, স্বামীর সাথে মোটরসাইকেল যোগে নিজ স্কুলে যাচ্ছিলেন ওই শিক্ষিকা। পথে বালুবাহি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায় এবং এই হতাহতের ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার পর ঘাতক ওই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …