রবিবার , জানুয়ারি ১২ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে স্কুলের সাতটি গাছ কেটে নেওয়ার অভিযোগ

বড়াইগ্রামে স্কুলের সাতটি গাছ কেটে নেওয়ার অভিযোগ


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের রাথুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাতটি গাছ কেটে নিয়েছেন আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম নামে দুই ভাই। বৃহস্পতিবার এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। গাছগুলোর আনুমানিক দাম প্রায় ৪৫ হাজার টাকা হবে বলে দাবী প্রধান শিক্ষকের।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিদ্যালয় সংলগ্ন আটুয়া গ্রামের আবেদ আলীর ছেলে আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম বিদ্যালয় চত্তর থেকে সাতটি গাছ জোরপূর্বক কেটে নেন। তার মধ্যে চারটি মেহগনি, দুটি সুপারী ও একটি বড়ই গাছ রয়েছে। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির লোকজন তাদেরকে গাছ কাটতে নিষেধ করলেও তারা তা শোনেননি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু শামা জানান, কয়েকদিন আগে তারা আমাদেরকে না জানিয়ে নিজেরাই জমি মেপে বিদ্যালয় মাঠের কিছু অংশ নিজেদের বলে দাবী করেছে। আমরা সে মাপ মানিনি। যদি আমরা সে মাপটা মেনেও নিই, তাতেও তারা মাত্র দুটি গাছ পায়। কিন্তু তারা সাতটি গাছ গায়ের জোরে কেটে নিয়েছে।

আমিরুল ইসলাম জানান, আমরা মাপজোক করে যেটুকু জমি মেপে পেয়েছি, তার গাছ কেটে নিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

লালপুরে ট্রাক চাপায় সাবেক ইউপি সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে ট্রাক চাপায় জহুরুল ইসলাম গুপি (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য …