শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে সেনাবাহিনীর নির্যাতনে যুবকের মৃত্যুরঅভিযোগ

বড়াইগ্রামে সেনাবাহিনীর নির্যাতনে যুবকের মৃত্যুরঅভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে সেনাবাহিনীর নির্যাতনে আব্দুল আজিজ
(৪৫) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার ভোর রাতে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আব্দুল আজিজ
উপজেলা সোনাপুর গ্রামের মৃত সিরাজ প্রামানিকের ছেলে।
আব্দুল আজিজের ছেলে মিঠু আলী বলেন, ১লা সেপ্টেম্বর সকালে চকপাড়া
গ্রামের বাবু তিনটি মোটরসাইকেল করে বাড়ি পাশে দোকানের
সামনে থেকে আমার বাবাকে তুলে নিয়ে যায়। রাত ৯টার দিকে কল করে
২০ হাজার টাকা নিয়ে গুরুদাসপুর সেনাবাহিনীর ক্যাম্পে যেতে বলে।
আমার আত্বীয় স্বজন গিয়ে সেনা ক্যাম্পের ৩য় তলায় অচেতন অবস্থায়
পড়ে থাকতে দেখতে পায়। পরে সেনা বাহিনীর গাড়ীতে করে নাটোর-
পাবনা মহাসড়কের রয়না পাম্প এলাকায় নামায় দিয়ে চলে যায়। আমার
উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সেখানে
অবস্থার অবনতী হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বুধবার ভোর রাতে চিকিৎষাধীন অবস্থায় মৃত্যু হয়।
বাবু হোসেন বলেন, পাবনা জেলা ইশ্বরদি উপজেলার বাসিন্দা ইকবাল
হোসেনের ভেকু ভারা নিয়েছিল আব্দুল আজিজ। সেই বিষয় নিয়ে
ইকবাল হোসেনের ভাই সিলেট সেনা ক্যাম্পে কমিশন্ড কর্মরতা সোহেল
রানা গুরুদাসপুর সেনা ক্যাম্পে অভিযোগ করে। পরে তারা তুলে নিয়ে
যায়। তারপর কি হয়েছে আমার জানা নাই।
সিলেট সেনা ক্যাম্পে কমিশন্ড কর্মরতা সোহেল রানা বলেন, আমার
ভাইয়ের ভেকু ভারার টাকা নিয়ে সমস্যা হয়েছিল। আমি অভিযোগ
করেছিলাম। আর কিছু জানা নাই।
বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার সেনা ক্যাপ্টেন আশারাফুল ইসলাম
এরকম বিষয়ে আমার জানা নাই।
বড়াইগ্রাম থানার পরিদর্শক বলেন, থানায় কেউ লিখিত অভিযোগ করে
নাই। লিখিত অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা
হবে।*

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …