নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে পরীক্ষা। জেলায় এবার ৩০ টি কেন্দ্রে মোট ৩৫ হাজার ২১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ২৩ টি কেন্দ্রে ৩২ হাজার ১১ জন জেএসসি পরীক্ষার্থী বাংলা ১ম পত্র এবং ৭টি কেন্দ্রে ৩ হাজার ১০ জন জেডিসি পরীক্ষার্থী কুরআন মজিদ ও তাজবিদ পরীক্ষায় অংশ নিয়েছে। এছাড়াও ২৩টি কারিগরি (ভোকেশনাল) কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে ৫ হাজার ৫৮৭ জন পরীক্ষার্থী। এরই ধারাবাহিকতায় বড়াইগ্রামের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ। পরিদর্শন শেষে তিনি জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে পরীক্ষা শুরু হয়েছে। আমরা আশা করি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়েই পরীক্ষা সমাপ্ত হবে।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …