শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / বড়াইগ্রামে সাংবাদিক সহ মোট ৯ জন করোনায় আক্রান্ত

বড়াইগ্রামে সাংবাদিক সহ মোট ৯ জন করোনায় আক্রান্ত


বড়াইগ্রামে সাংবাদিক জাহিদ সহ মোট ৯ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
৭১ বাংলা টিভির নাটোর জেলা প্রতিনিধি জাহিদ হাসানের আজ মঙ্গলবার করোনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ এসেছে। তরুণ এই সাংবাদিক বাসায় অবস্থান করে কাজ করছেন।

ধারণা করা হচ্ছে, নিউজ সংগ্রহের কাজে তিনি জেলার বিভিন্ন জায়গায় গেলে কোন এক জায়গা থেকে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন।

তিনি বলেন, আমার গত কদিন থেকে জ্বর কাশি হচ্ছে। এজন্য গত ৩ আগষ্ট আমি কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেই। বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আজ আমাকে জানিয়েছে যে আমার কোভিড-১৯ পজিটিভ। আমি এখন চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি।

বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা পরিতোষ কুমার রায় জানান, বড়াইগ্রমে এ পর্যন্ত মোট ১২১ জনের শরিরে করণা পজিটিভ এসেছে, যাদের মধ্যে ৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আজকে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার স্ত্রী, স্বদেশ ক্লিনিক ডাক্তার ওয়ালিউল ইসলাম, ওনার স্ত্রী মেয়ে এবং বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্টাফসহ মোট ৯ জন করোনা পজিটিভ হয়েছেন

আরও দেখুন

নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …